বিআরডিবি’র গ্রাম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

বিআরডিবি’র গ্রাম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিআরডিবি’র গ্রাম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের নিশান বাড়িয়া ইউনিয়ের খোট্টার চরে সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হয় বিআরডিবি ইউনিয়ন, সভাপতি জসিম উদ্দিন মোসাঃফিরোজা বেগম এর সভাপতিত্বে । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বি আর ডি বির সভাপতি মারুপ টায়হান তপু এ সময় আরো উপস্থিত ছিলেন বরবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনছুর আলী জোঃ গ্রাম ডাঃ গাজী মতিয়ার রহমান। সভায় ১৪টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৮ সম্পর্কে অবহিতকরণ, এবং সন্চয়ী কার্যক্রম এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল পর্ষদকে অবহিতকরণ, বিআরডিবির সাংগঠনিক কাঠামো ও অফিস সরঞ্জাম তালিকা (টিওএন্ডই) পুনর্বিন্যাসের প্রস্তাবের বিষয়ে নীতিগত আলচনা বিআরডিবির আওতায় পরিচালিত ঋণ কর্মসূচিসমূহকে অভিন্ন কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে একটি ফাউন্ডেশন সৃজন, ইউসিসিএসমূহকে স্বাবলম্বী করার লক্ষ্যে আবর্তক ঋণ তহবিল ও স্যালারি সাপোর্ট প্রদানের বিষয়ে বিভাগে প্র ইউসিসিএ’র কর্মচারীদের মডেল চাকরি প্রবিধানমালা, ২০১৭ এর সংশোধনী প্রস্তাব অনুমোদন, বিআরডিবি’র/ ইউসিসিএসমূহের সম্পর্কে আলোচনা